skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollনোয়াপাড়া থানায় নেতাজি স্মরণ, কেন জানুন

নোয়াপাড়া থানায় নেতাজি স্মরণ, কেন জানুন

নেতাজি জয়ন্তীতে উপস্থিত পুলিশ কমিশনার-সহ বহু বিশিষ্টজন

Follow Us :

জগদ্দল: ১৯৩১ সালের অক্টোবর মাস। দেশ তখন স্বাধীনতা আন্দোলনে উত্তাল। নেতাজি সুভাষচন্দ্র জগদ্দলে গা ঢাকা দিয়ে রয়েছেন। ১১ অক্টোবর জগদ্দলের গোলঘরে পাটশ্রমিকদের এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন নেতাজি। শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ি মোড়ে তিনি ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে গেলেন। তাঁকে নিয়ে আসা হয় নোয়াপাড়া থানায়। সেই থানার একটি ঘরে সুভাষকে আটকে রাখা হয়েছিল। নোয়াপাড়া থানার সেই ঘরটি এখনও সংরক্ষিত রয়েছে। 

আরও পড়ুন: সংক্ষেপে জানুন সুভাষচন্দ্র বসুর জীবনী

প্রতি বছরই ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীতে নোয়াপাড়া থানায় সুভাষচন্দ্রকে স্মরণ করা হয়। মঙ্গলবারও তারও ব্যতিক্রম হয়নি। এদিন থানায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ডিসি (নর্থ) হরি পাণ্ডে, অতিরিক্ত পুলিশ কমিশনার (জগদ্দল) শান্ত ব্রত চন্দ্র, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থসারথি মজুমদার এবং গারুলিয়া পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ সহ বহু বিশিষ্টজন।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular